Country:
Bangladesh
Region:
Dhaka
হরিয়াল বা বট ঘুঘুর খাদ্য তালিকাঃ
হরিয়াল গ্রাম বাংলার একটি চিরাচরিত পাখি এটি দেখতে সবুজ বর্ণের এবং এটি অত্যন্ত শান্ত প্রকৃতির একটি পাখি l খুব ভোরে ও শীতের সকালে এদের বেশি দেখা যায় l এরা ফল ভুগী পাখি বিভিন্ন ধরণের পাকা ফল খেয়ে এরা জীবন ধারণ করে থাকে এছাড়া বিভিন্ন ধরণে শস্য বীজ ও এরা খেয়ে থাকে l নিচে এদের খাবারের একটি ছোট তালিকা দেয়া হলো :-
1.গাছে পাকা বট ফল
2.পাকা ডুমুর
3.পাকা কলা
4.পাকা পেয়ারা
5.পাকা পেঁপে
6.আপেল ও পাকা সফেদা
7. পাকা জাম ও আঙ্গুর ফল
8.পাকা আম
9. জামরুল ও কামরাঙ্গা
10. ফুলের কচি পাঁপড়ি
11.বিভিন্ন গাছের কচি পাতা
12.শসা
13.পাকা কূল ও বড়োই
14. পোলাও ধান ও ছোট গম
15.রেজা মিলেট চীনা
16.বিভিন্ন ধরণের বাদাম
17.গাছ পাকা কুমড়া
18. নাসপাতি
19.ডেওয়া ও কাউ ফল
20.আনারস তরমুজ ইত্যাদি
হরিয়াল যারা খাঁচায় পালন করেন বা করবেন ভাবছেন তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এরা ফলভুগী পাখি এদের খাবার তালিকায় ফল না রাখলে এদের বাঁচানো কঠিন l এটি পালা অবৈধ ও এটি বাংলাদেশি পাখি
হরিয়াল গ্রাম বাংলার একটি চিরাচরিত পাখি এটি দেখতে সবুজ বর্ণের এবং এটি অত্যন্ত শান্ত প্রকৃতির একটি পাখি l খুব ভোরে ও শীতের সকালে এদের বেশি দেখা যায় l এরা ফল ভুগী পাখি বিভিন্ন ধরণের পাকা ফল খেয়ে এরা জীবন ধারণ করে থাকে এছাড়া বিভিন্ন ধরণে শস্য বীজ ও এরা খেয়ে থাকে l নিচে এদের খাবারের একটি ছোট তালিকা দেয়া হলো :-
1.গাছে পাকা বট ফল
2.পাকা ডুমুর
3.পাকা কলা
4.পাকা পেয়ারা
5.পাকা পেঁপে
6.আপেল ও পাকা সফেদা
7. পাকা জাম ও আঙ্গুর ফল
8.পাকা আম
9. জামরুল ও কামরাঙ্গা
10. ফুলের কচি পাঁপড়ি
11.বিভিন্ন গাছের কচি পাতা
12.শসা
13.পাকা কূল ও বড়োই
14. পোলাও ধান ও ছোট গম
15.রেজা মিলেট চীনা
16.বিভিন্ন ধরণের বাদাম
17.গাছ পাকা কুমড়া
18. নাসপাতি
19.ডেওয়া ও কাউ ফল
20.আনারস তরমুজ ইত্যাদি
হরিয়াল যারা খাঁচায় পালন করেন বা করবেন ভাবছেন তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এরা ফলভুগী পাখি এদের খাবার তালিকায় ফল না রাখলে এদের বাঁচানো কঠিন l এটি পালা অবৈধ ও এটি বাংলাদেশি পাখি