Please Contact

Bioplasgen® No. 2 For Asthma (এজমা/হাঁপানী)

পোস্ট Dec 21, 2019 | দেখা হয়েছে: 13090
দেশ: Bangladesh
অঞ্চল: ঢাকা শহর
অবস্থান: Jatrabari
এলাকা: Kutubkhali
পোস্ট কোড: 1204
Compositions: 1 tablet contains:
Calcium phosphoricum 3X 25 mg;
Ferrum phosphoricum 3X 25 mg;
Natrium muriaticum 6X 25 mg;
Kalium phosphoricum 3X 25 mg;
Excipients Q.S. to 104 mg.

Indications:
-----------------
Traditionally used as supportive treatment in anaemia. Indications: Lack of blood due to indigestible food and living in unhealthy quarters. Continuous loss of blood from any part of the body. Cerebral and spinal anaemia. A general wasting of the tissues; waxy appearance of the skin: chlorosis; palpitation; tremor and weakness. Anaemia of the brain from prolonged mental strain.Traditionally used as supportive treatment in asthma. Indications: Nervous asthma accompanied by cough; gasping; irregular pulse. Asthma with troublesome flatulence or spasms; convulsive tickling cough. Bronchial asthma with yellow sputum; worse in the evening and in warm rooms; better in cool air.

কার্যকারীতাঃ
-----------------
সাধারণত হাঁপানীর লক্ষণ সাদৃশ্যে এবং বায়োকেমিক চিকিৎসার মূল সূত্রানুসারে উপরোক্ত বায়োকেমিক ঔষধগুলির সঠিক শক্তি ও মাত্রার মিশ্রন Bioplasgen® No. 2 প্রয়োগে বিশেষভাবে ফলপ্রদ। শ্বাসকষ্ট এবং মনে হয় বুক আটকে ধরছে, রোগী শুয়ে থাকতে পারে না, উঠে বসতে বাধ্য হয়, কাশতে কাশতে অস্থির হয়ে পড়ে, বুকের মধ্যে সাঁই সাঁই শব্দ করে এবং টেনে টেনে শ্বাস নেয়, শ্লেষ্মা যত বেশী আঠাল ও শক্ত হবে রোগীর কষ্ট তত বেশী হবে, প্রভৃতি লক্ষণ সাদৃশ্যে Bioplasgen® No. 2 অত্যন্ত কার্যকর।

সেবন বিধিঃ
---------------
প্রাপ্তবয়স্ক - 8টি এবং শিশু - ২টি করে ট্যাবলেট দিনে ৪ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

Side Effects:
==========
None known to date. Please note: Existing complaints may temporarily get worse when homoeopathic medicines are taken (initial aggravation). In such cases, a doctor should be consulted and the medication discontinued if necessary.

বিজব বসুর কথা অনুসরন করবেন হোমিওপ্যাথি অ্যাজমা আরোগ্য করতে পারে। আস্তে আস্তে ভালোর দিকে যেতে শুরু করবে। আরোগ্য করতে বেশ কিছু মেডিসিন প্রয়োগ হবে, lyc. sulp. Psroকমপক্ষে ৫ বছর সময় লাগবে। দীর্ঘদিন মেডিসিন খেতে হয় ধৈর্য্য ধরে, তবে আরোগ্য হবে ইনশাআল্লাহ। আরো কম সময় লাগতে পারে রোগের ধরন বা রোগের অবস্থা অনুসারে। 

অ্যাজমা বা হাঁপানি সম্পর্কে জানুনঃ
===========================
হাঁপানি একটি শ্বাসকষ্ট সম্বলিত রোগ। কার্যতঃ এটি শ্বাসনালীর অসুখ। এর ইংরেজি নাম অ্যাজমা যা এসেছে গ্রিক শব্দ Asthma থেকে। বাংলায় হাঁপানি। যার অর্থ হাঁপান বা হাঁ-করে শ্বাস নেয়া। হাঁপানি বলতে আমরা বুঝি শ্বাসপথে বায়ু চলাচলে বাধা সৃষ্টির জন্য শ্বাসকষ্ট (Dyspnoea)। দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রের প্রদাহ এবং সংবেদনশীলতায় স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে কষ্ট হয় যাকে বলে হাঁপানি বা অ্যাজমা । অ্যাজমা বা শ্বাসকষ্ট এমন একটা রোগ যার নির্দিষ্ট কোন কারণ জানা না গেলেও চিহ্নিত করা হয়েছে প্রধানত ২ টি কারণকে বলে জানালেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা.শাহরিয়ার জামান দীপ ।

১) ‘এটোপি’ বা বংশগত (Genetic) ও ‘এলার্জি’ পরিবেশগত উপাদান এবং
২) শ্বাসনালীর অতি-সক্রিয়তা (Bronchial hyper-responsiveness)

পৃথিবীজুড়ে ৩০ কোটি লোক অ্যাজমায় আক্রান্ত, যা ২০২৫ সাল নাগাদ ৪০ কোটিতে পৌছবে । বাংলাদেশে আক্রান্তের সংখ্যা প্রায় ১ কোটি ১০ লাখ । যার মধ্যে ৪০লাখই শিশু । ৬৫% মানুষের আক্রান্ত হবার কারণ এলার্জি । যুবক বয়সে অ্যাজমা আক্রান্তের হার ১৫% । পেশাগত ভাবে ‘potent sensitizer’ সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে ১৫-২০% এজমায় আক্রান্ত হয় ।

অ্যাজমা রোগের লক্ষণ চেনার উপায়ঃ
=============================
- শ্বাসকষ্ট, সাথে শুকনো কাশি ।
- শ্বাস-প্রশ্বাসের সময় বাঁশির মতো সাঁ সাঁ শব্দ ।
- হঠাৎ দমবন্ধ ভাব অনুভব করা ।
- ধুলোবালি বিশেষভাবে ঘরের ধুলো, ঠাণ্ডা কিংবা গরমের কারণে শুকনো কাশি, শ্বাসকষ্ট ।
- ঋতু পরিবর্তনের সময় শ্বাসকষ্ট ।
- বিটাব্লকার বা অ্যাসরিন জাতীয় ওষুধ খেলে শ্বাসকষ্ট ।

চিকিৎসার জন্য দরকার প্রথমেই রোগ নির্ণয় । রক্ত পরীক্ষায় বিশেষত ইয়োসিনোফিল এবং সিরাম আইজিইয়ের মাত্রা বেশি থাকে আছে কিনা দেখা হয় অ্যাজমা নির্ণয়ে এবং এলার্জির জন্য স্কিন প্রিক টেস্ট করা হয় । এ পরীক্ষায় রোগীর চামড়ার ওপর বিভিন্ন এলারজেন দিয়ে পরীক্ষা করা হয় এবং এ পরীক্ষাতে কোন কোন জিনিসে রোগীর এলার্জি আছে তা ধরা পরে । বুকের এক্স-রে করে দেখা হয় যে অন্য কোন কারণে রোগীর শ্বাসকষ্ট কি না তা জানতে । কিছু কিছু বিষয়ে সচেতনতা হাঁপানি থেকে দূরে রাখে ।

১. এলাজেন পরিহার : অ্যাজমার হাত থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ পন্থা হলো যে জিনিসে এলার্জি তা যতদূর সম্ভব এড়িয়ে চলা । তাই এজমা রোগীদের প্রথমেই এলার্জি টেস্ট করে জানা দরকার তার কিসে কিসে এলার্জি হয় ।
২. ওষুধপত্র : নানা ধরনের হাঁপানির ওষুধ আছে । প্রয়োজন মতো ওষুধ ব্যবহার করে রোগী সুস্থ থাকতে পারেন । সাধারণত দুই ধরনের ওষুধ ব্যবহার করা হয় ।
ক) শ্বাসনালির সঙ্কোচন বন্ধ করতে ওষুধ ব্যবহার করা, যেমন ব্রঙ্কোডাইলেটর, নালবিউটামল, থিউফাইলিন, ব্যামবুটারল
খ) প্রদাহ নিরাময়ের ওষুধ, যেমন কার্টিকোস্টেরয়েড (বেকলোমেথাসন, ট্রাইএমসিনোলোন, ফ্লোটিকাসন) এগুলো ইনহেলার, রোটাহেলার, একুহেলার ইত্যাদি ব্যবহৃত হয়ে থাকে এবং লিউকোট্রাইন নিয়ন্ত্রক মন্টিলুকাস্ট, জেফিরলুকাস্ট ব্যবহার করা ।
৩. এলার্জি ভ্যাকসিন বা ইমুনোথেরাপি : এলার্জি দ্রব্যাদি থেকে এড়িয়ে চলা ও ওষুধের পাশাপাশি ভ্যাকসিন ও অ্যাজমা রোগীদের সুস্থ থাকার অন্যতম চিকিৎসা পদ্ধতি । এ পদ্ধতি ব্যবহার কর্টিকোস্টেরয়েডের ব্যবহার অনেক কমে যায় । ফলে কর্টিকোস্টেরয়েডের বহুল পার্শ্বপ্রতিক্রিয়া থেকেও রেহাই পাওয়া যায় । বিশ্বের অধিকাংশ দেশ বিশেষ করে উন্নত দেশগুলোতে এ পদ্ধতিতে চিকিৎসা দেয়া হয়ে থাকে । বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ ভ্যাকসিন পদ্ধতি চিকিৎসাকে এজমার অন্যতম চিকিৎসা বলে অভিহিত করে । এটাই অ্যাজমা রোগীদের দীর্ঘমেয়াদি সুস্থ থাকার একমাত্র চিকিৎসা পদ্ধতি । বর্তমানে বাংলাদেশেও এ পদ্ধতিতে চিকিৎসার পরামর্শ দেয়া হয় ।

পুরাতন জমে থাকা ধূলো বা ময়লা হাঁপানীর জন্য ক্ষতিকর, কারণ এতে মাইট, ফুলের রেণু, তুলার আঁশ, পোষা প্রাণীর লোম, ব্যাকটেরিয়া এবং বিভিন্ন প্রকার ছত্রাক মিশে থাকে। এক গবেষণায় দেখা গেছে যে, মাইটের কারণেই প্রধানত ধূলোবালি অ্যাজমা রোগীদের জন্য বিপজ্জনক। এটি হচ্ছে এক প্রকার অর্থোপড জীব। এই পোকা এত ছোট যে খালি চোখে দেখা যায় না। আর্দ্রতাপূর্ব আবহাওয়া মাইট বড় হওয়ার এবং বংশবৃদ্ধির যথোপযুক্ত পরিবেশ। আর এর বাসস্থান হচ্ছে মানুষের ব্যবহৃত বিছানা, বালিশ, কার্পেট। মাইটের শরীর থেকে নির্গত মল, লালা, রস ধূলার সঙ্গে মিশে মানুষের শ্বাসের সাথে দেহে প্রবেশ করে এ্যালার্জির সৃষ্টি করে যা কিনা পরে হাঁপানীতে রূপ নেয়।

প্রতিকারের উপায়ও বলে দিলেন ডা.শাহরিয়ার জামান দীপঃ
--------------------------------------------------------------------------------
১. এলার্জি কারক বস্তু এড়িয়ে চলুন। যেমনঃ ধুলো, বালি, ঘরের ঝুল, ধোঁয়া ইত্যাদি থেকে দূরে থাকুন।
২. ঘর বাড়িকে ধুলো বালি থেকে মুক্ত রাখার চেষ্টা করা । এজন্য দৈনিক অন্তত একবার ঘরের মেঝে, আসবাপত্র, ভেজা কাপড় দিয়ে মুছতে হবে অথবা ভ্যাকিউম ক্লিনার ব্যবহার করা ।
৩. ঘরে কার্পেট রাখবেন না ।
৪. বালিশ, তোষক, ম্যাট্রেসে তুলা ব্যবহার না করে স্পঞ্জ ব্যবহার করা ।
৫. শীতকালে যথা সম্ভব গরম পানিতে গোসল করা ।
৬. ধূমপান করবেন না ।
৭. যেসব খাবারে এলার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি করে তা পরিহার করে চলুন ।
৮. ঠাণ্ডা খাবার, আইসক্রিম ইত্যাদি খাবেন না ।
৯. মানসিক চাপ, উৎকণ্ঠা, দুশ্চিন্তাকে ইতিবাচক মনোভাবে মানিয়ে চলুন । কিংবা মানসিক চাপের কারণকে এড়িয়ে চলুন ।
১০. পেশাগত কারণে অ্যাজমা হলে চেষ্টা করতে হবে স্থান কিংবা পেশা পরিবর্তন ।
১১. পরিশ্রম কিংবা খেলাধুলার কারণে শ্বাসকষ্ট বাড়লে চেষ্টা করতে হবে পরিশ্রমের কাজ কম করতে ।
১২. সব সময় ইতিবাচক চিন্তা করবেন । ইতিবাচক মন আপনাকে ভালো থাকতে সাহায্য করবে ।
১৩. রেণু পরিহারে সকাল কিংবা সন্ধ্যা বাগান এলাকায় কিংবা শস্য ক্ষেতের কাছে যাবেন না ।
১৪. রেণু এলাকা থেকে বাসায় ফিরে মাথার চুল ও কাপড় ধুয়ে ফেলুন ।
১৫. কুকুর বিড়াল বাগান থেকে রেণু বহন করতে পারে । এজন্য নিয়মিত কুকুর বিড়ালকে গোসল করানো প্রয়োজন ।

যেভাবে আপনি পন্য কিনবেনঃ
---------------------------------------
১। আপনি যদি এখানে নতুন অতিথি হয়ে থাকেন তাহলে যেকোন পণ্য কিনতে এখনই ফ্রি সাইন-আপ/রেজিস্ট্রেশন করুন।

২। আপনার নির্বাচিত পন্যটি কেনার জন্য পণ্যের ছবির উপরে টাইটেল এর উপরে »Listing # (নাম্বার) টি মোবাইলে SMS করুন।

৩। আপনি যদি একাধিক পন্য কিনতে চান তাহলে SMS এর মাধ্যমে একবারে অর্ডার করুন।

৪। যদি ইতোমধ্যেই Komdaame.com এ আপনার একাউন্ট থেকে থাকে, তাহলে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন / লগইন করুন অথবা নতুন ক্রেতা হিসেবে ফ্রি সাইন-আপ/রেজিস্ট্রেশন করে আপনার নতুন একাউন্টের জন্য ইউজার নেম ও পাসওয়ার্ড তৈরি করুন।

ডেলিভারি এবং পেমেন্টঃ
-------------------------------
আপনি ঢাকা সিটির ভিতরে হলেঃ-
ক্যাশ অন ডেলিভারি/হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি।
ডেলিভারি চার্জ ৫০ টাকা।
অর্ডার কনফার্ম করার ৪৮ ঘণ্টার ভিতর ডেলিভারি পাবেন।

বিঃদ্রঃ- ছবি এবং বর্ণনার সাথে পণ্যের মিল থাকা সত্যেও আপনি পণ্য গ্রহন করতে না চাইলে ডেলিভারি চার্জ ৫০ টাকা ডেলিভারি ম্যানকে প্রদান করতে বাধ্য থাকিবেন।

আপনি ঢাকা সিটির বাহিরে হলেঃ-
কন্ডিশন বুকিং অন কুরিয়ার সার্ভিস (জননী কুরিয়ার / সুন্দরবন কুরিয়ার / এস. এ. পরিবহন কুরিয়ার সার্ভিস) এ নিতে হবে।

কুরিয়ার সার্ভিস চার্জ বাবদ ৭০/১২০/১৩০ টাকা বিকাশে অগ্রিম প্রদান করতে হবে।

কুরিয়ার চার্জ ৭০/১২০/১৩০ টাকা বিকাশ করার পর ৪৮ ঘন্টার ভিতর কুরিয়ার হতে পণ্য গ্রহন করতে হবে এবং পণ্যের টাকা কুরিয়ার অফিসে প্রদান করতে হবে।

বিঃদ্রঃ- ছবি এবং বর্ণনার সাথে পণ্যের মিল থাকা সত্যেও আপনি পণ্য গ্রহন করতে না চাইলে কুরিয়ার চার্জ ৭০/১২০/১৩০ টাকা কুরিয়ার অফিসে প্রদান করে পণ্য আমাদের ঠিকানায় রিটার্ন করবেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

ফোনে অর্ডার করতে কল করুনঃ
-----------------------------------------
ঢাকার মধ্যে ডেলিভারিঃ ২৪ - ৪৮ ঘন্টা ৫০ টাকা
ঢাকার বাইরে ডেলিভারিঃ ২ - ৭ দিন ৭০/১২০/১৩০ টাকা
বিকাশ অফিসিয়াল পার্সোনালঃ 01716182907
0 comments

0 comments on Bioplasgen® No. 2 For Asthma (এজমা/হাঁপানী)

Please sign in so you can post a comment.

EBIZNAS.COM

User since: Aug 31, 2017
See all ads »

+8********Show phone
+8********Show WhatsApp

অনুরূপ বিজ্ঞাপন

Bangladesh, ঢাকা শহর
পোস্ট Jul 17, 2020 থেকে হোমিওপ্যাথি
Please Contact
Bangladesh, ঢাকা শহর
পোস্ট Jul 17, 2020 থেকে হোমিওপ্যাথি
Please Contact
Bangladesh, ঢাকা শহর
পোস্ট Jul 17, 2020 থেকে হোমিওপ্যাথি
Please Contact
Bangladesh, ঢাকা শহর
পোস্ট Jul 17, 2020 থেকে হোমিওপ্যাথি
Please Contact
Go to top
This site uses cookies. By continuing to browse the site, you are agreeing to our use of cookies. Read more about our cookie terms.
রিমোভ